চিতলমারী প্রতিনিধিঃ
বাংলাদেশর সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে বিএনপির সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে।
৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৪ টায় চিতলমারী একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ৫ নং সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
মোহাম্মদ বাশার তালুকদার সাধারণ সম্পাদক ৫ নং সদর ইউনিয়ন কৃষক দলের
সঞ্চালনায় ও মোঃ আবুল হাসান সভাপতি ৫ নং সদর ইউনিয়ন পরিষদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ আহসান হাবীব ঠান্ডু, সদস্য সচিব চিতলমারী উপজেলা উপজেলা বিএনপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসাদুজ্জামান শেখ, সদস্য সচিব চিতলমারী উপজেলা যুবদল।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা কৃষক দলে সভাপতি মোঃ শহিদুল হক, সম্পাদক খোকন মোল্লা ও প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি কৃষি উন্নয়নশীল দেশ, এ দেশের ৮০ শতাংশ মানুষ কৃষি নির্ভর। বিগত সরকারের আমলে আমাদের এ অঞ্চলের কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায়নি। সবসময় কৃষকদের ঠকিয়েছে আওয়ামী সরকার। তাই আসুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশর সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এবং বিএনপির সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করি।
মন্তব্য