রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
 

কাউখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ জানুয়ারী ২০২৫

---

 কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রাম ও গৌরবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কাউখালী উপজেলা ছাত্রদল ১জানুয়ারি বুধবার সকালে দলীয় কার্যালয়ে দলীয় জাতীয় পতাকা উত্তোলন, ২০১১ সালে পহেলা জানুয়ারি আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত ছাত্রদল নেতা শহীদ তারিফুর রহমান অনুর কবর জিয়ারত, বয়েজ স্কুলের সম্মুখে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে॥

---

সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদলের কেন্দ্রীয় সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ, এম দীন মোহাম্মদ, এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সাফিউল আজম দুলাল, যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, রফিকুল ইসলাম রফিক, লিয়াকাত হোসেন তালুকদার প্রমূখ ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহায়েদ সিদ্দিকী। আলোচনা ও শোভাযাত্রায় উপজেলা ছাত্রদল,ইউনিয়ন ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon