শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
 

শিবপুরে স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্র পরিদর্শনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ জানুয়ারী ২০২৫

---

আতাবুর রহমান সানি, শিবপুর,নরসিংদী :

নরসিংদীর শিবপুরে স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম। মঙ্গলবার  দুপুরে উপজেলার তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্র,পরিদর্শন করেন তিনি এবং এলাকার বাসিন্দাদের বেশ কয়েকজনের মাঝে স্মার্ট বিতরণ করেন।তিনি স্মার্ট কার্ডের বিভিন্ন কেন্দ্র গুলো ঘুরে দেখেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর, তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাদত আলী,  সমাজ সেবক, শিক্ষা ও ক্রিড়া অনুরাগী ইন্জিনিয়ার আবু-আল সিরাজী ফারুক, পুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব আলতাফ হোসেন, ইউপি সদস্য, রতন মিয়া, আবদুল হান্নান, রুবেল ভূইয়া, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক, সমাজ সেবক মো: মানিক মিয়াসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম বলেন, নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম। একজন নাগরিকের সব ধরনের তথ্য থাকবে। কার্ডধারীরা ব্যাংকিং, ড্রাইভিং লাইসেন্স,স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন ও পাসপোর্টসহ ২২ ধরনের সেবা পাবেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon