শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
 

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৫ জানুয়ারি, পোষ্য কোটা কি বহাল থাকবে?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ জানুয়ারী ২০২৫

---

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ৫ জানুয়ারি। ভর্তি পরীক্ষায় বিদ্যমান পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৬ নভেম্বর একটি পর্যালোচনা কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি গঠনের দেড় মাস পার হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি তারা। এদিকে আবেদন শুরুর বাকি রয়েছে মাত্র ৩ দিন।

খোঁজ নিয়ে জানা যায়, ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের পর পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রায় ডজন খানেক কর্মসূচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিশ্বেবিদ্যালয়ে ক্রিয়াশীল বেশ কয়েকটি ছাত্র সংগঠন। এতে স্বতঃস্ফুর্তভাবে অনেক শিক্ষার্থীকেও অংশগ্রহণ করতে দেখা যায়। উপাচার্যের দায়িত্ব পাওয়ার আগে একাধিকবার পোষ্য কোটার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত দিয়েছিলেন বর্তমান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবও।

কোটা বিষয়ক সিদ্ধান্ত কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে রাবির উপ-উপাচার্য (প্রশাসন) ও কোটা পর্যালোচনা কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, আগামী দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। আমরা এ পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে একাধিক বৈঠক করেছি। আমাদের ইচ্ছে ছিলো যে তাদের প্রত্যেকেরই মন্তব্য শোনা এবং মোটামুটি একটা সিদ্ধান্তে আসা।

পোষ্য কোটা বাতিল বা, বহাল রাখার জন্য কোনো চাপ আছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, কোনো চাপ নয়। বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারকে সমঝোতায় এনে আমরা সিদ্ধান্তে পৌঁছানের চেষ্টা করছি।

এদিকে আবেদন শুরুর ৩ দিন আগেও কোটা বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, আমরা অপেক্ষায় আছি। তবে আমরা আশাবাদী যে, এই ধরণের (কোটা বাতিল) সিদ্ধান্ত হবেনা। সিদ্ধান্ত যদি আমাদের প্রতিকূলে যায়, অবশ্যই আমরা একটা সিদ্ধান্ত নিব। প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের ক্ষতি হবে, এরকম কর্মসূচি আমরা কোনো সময়ই নিতে যাবোনা প্রাথমিকভাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, আমরাতো ২ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দিয়ে রেখেছি। আশা করছি, এর মধ্যে প্রশাসন একটা সিদ্ধান্তে আসবে। যদি পোষ্য কোটা রেখে দেওয়া হয়, তাহলে আমরা পরবর্তীতে আলোচনার মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবো।

এদিকে পোষ্য কোটা বাতিল না করলে ২ জানুয়ারি প্রশাসন ভবনে তালা দেওয়ার হুশিয়ারি দিয়ে রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। অন্যদিকে পোষ্য কোটা বাতিলের জন্য ২ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন সমন্বয়কদের একাংশ। দুইটির কোনোটাই সমন্বয়কদের সম্মিলিত সিদ্ধান্ত না বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের পর গত ১৪ নভেম্বর সন্ধ্যায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেন রাবির পাঁচ শিক্ষার্থী। ১৮ ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙেন তারা। পরদিন ১৬ নভেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে ২০ সদস্যবিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করেন প্রশাসন।

এরপর ৮ ডিসেম্বর দুপুরে পোষ্য কোটা বাতিলের দাবিতে ‘রেড কার্ড’ প্রদশর্ন করেন শিক্ষার্থীরা। পরদিন পোষ্য কোটা নিয়ে উন্মুক্ত বিতর্কের আয়োজন করেন শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতায় কোটার পক্ষে কেউ অংশগ্রহণ না করায় সিনেট ভবনের উত্তর পাশের প্যারিস রোডে পোষ্য কোটার প্রতীকী দাফন করেন তারা। একদিন পর আবারো মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon