শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
 

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ জানুয়ারী ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বিকেলে রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেল চারটায় রাজবাড়ী শহরের আজাদী ময়দানে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বাহারি রঙের শাড়ি পড়ে শোভাযাত্রার সামনে ছাত্রদলের নারী সদস্যরা অংশ নেন। এরপর ব্যানার নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন এর নেতৃত্বে শোভাযাত্রায় জেলা সদর উপজেলা সহ গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলা থেকে ছাত্র দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এছাড়া এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, আতিকুল শিকদার আতিক, সোহেল রানা, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সজিব শেখ, রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি টোকন মন্ডল, সাধারণ সম্পাদক রুবেল মন্ডল সহ অন্যান্য উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজাদী ময়দান দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পান্না চত্ত্বর হয়ে রেলগেট হয়ে বাজার ঘুরে প্রেসক্লাব সংলগ্ন শহীদ স্মৃতি চত্বরের সামনে এসে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার আগে ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে সার্বিক সহযোগিতা করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ্যাডভোকেট মো. আসলাম মিয়া। এ সময় তাঁর সঙ্গে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন প্রমূখ নেতৃবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon