শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
 

পাথরঘাটায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ জানুয়ারী ২০২৫

---

জিয়াউল ইসলাম, পাথরঘাটা প্রতিনিধি:

বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের কর্মী নাসির (৩৭) কে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১ জানুয়ারী বুধবার দুপুর ১ টার দিকে নাসির ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ফিরে দুপুরে শশুর বাড়ি যাওয়ার পথে কালমেঘা নূরিয়া এলাকায় ওত পেতে থাকা দুর্বৃত্তদের হামলার শিকার হন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পুর্ব থেকে ওত পেতে থাকা ছাত্রলীগ ক্যাডার রাব্বি ও হাসান সহ বেশ ক’জন সন্ত্রাসী ধারালো বগী দা দিয়ে নাসিরকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক সহ তাদের দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। এবং ঘটনার সঙ্গে সৈরাচার ফ্যাসিবাদি আওমীলীগের সন্ত্রাসী বাহিনীর হাত রয়েছে বলে চৌধুরী  ফারুক দাবি করেছেন।

পাথরঘাটা উপজেলা যুবদলের আহবায়ক জসীমউদ্দিন রানা জানান, নিহত নাসির পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন। তার বাবার নাম শাহজাহান।

এ রিপোর্ট তৈরিকালে হাসপাতালে পুলিশ সদস্যরা নিহত নাসিরের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছিলেন।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি মো. মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon