আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বছরের প্রথম দিন নতুন বইয়ের গন্ধে আনন্দিত ৩২ হাজার শিক্ষার্থীরা। তবে ২৮ হাজার শিক্ষার্থীর হাতে প্রথম দিন পৌঁছেনি বই। গতকাল বুধবার উপজেলা সদরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে শিক্ষা কর্মকর্তরা। সূত্র জানায়, দিনের শুরূতে নিজ দফতরে ইউএনও মো. মোশারফ হোসাইন শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিতরণের আনুষ্ঠানিক উদ্ভুধন শুরূ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান, একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নওশাদ মাহমুদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. নজরূল ইসলাম, ছাইমা সাবরিনা, শাহরিমা সুলতানা প্রমূখ। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এ বছর সরাইলের ১২৬ টি সরকারি প্রাথমিক ও বেসরকারি কিন্ডার গার্টেন স্কুলে প্রায় ৫৪ হাজার শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে বছরের প্রথম দিন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ২৮ হাজার শিক্ষার্থী পেয়েছে বই। প্রাক-প্রাথমিকের ১০ হাজার, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১৬ হাজার সহ মোট ২৬ হাজার শিক্ষার্থী নতুন বই পায়নি। ২৫টি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শুধু ৬ষ্ট শ্রেণির ৩ হাজার ৯ শত জন শিক্ষার্থী পেয়েছে বই। সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী প্রথম দিন নতুন বই পায়নি। নির্বাহী কর্মকর্তা মো. মোশরফ হোসাইন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বলেন, বই পেয়ে শুধু আনন্দিত হলে চলবে না। পড়তে হবে। জানতে হবে। সত্যিকারের জ্ঞান অর্জন করে দেশের জন্য কাজ করতে হবে। আমরা যেন প্রত্যেকের জায়গায় থেকে সরকারের নির্দেশ বাস্তবায়নের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে যেতে পারি দোয়া করবেন।
মন্তব্য