জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইয়ার ফাইনাল পরিক্ষার ফি জমা দিতে ৫ টি অফিসে ৭ বার ঘুরতে হয় বলে জানা গেছে। আধুনিক যুগে ডিজিটাল ব্যবস্থাপনার পরিবর্তে এমন সনাতন পদ্ধতি চালু থাকাকে প্রশাসনের ব্যর্থতা ও উদাসীনতা হিসেবে দেখছেন অনেক শিক্ষার্থী। পরিক্ষার আগে ফি দেওয়ার জন্য দ্বারেদ্বারে ঘুরে সময় ক্ষেপন শিক্ষার্থীদের হয়রানির নামান্তর।
জাবিতে ভর্তি পরিক্ষার আবেদন এবং ভর্তি ফি ডিজিটাল মাধ্যমে নেওয়া হলেও ইয়ার ও সেমিস্টার ফাইনাল পরিক্ষার ক্ষেত্রে চিত্র একেবারেই ভিন্ন । এসব পরিক্ষার ক্ষেত্রে সর্বপ্রথম এলোটেড হল থেকে ফরম পূরণ করে সেটি নিজ বিভাগীয় অফিসে জমা দিতে হয়। বিভাগীয় অফিস থেকে সেটিকে আবারও নিয়ে যেতে হয় হল অফিসে। হল অফিস থেকে রেজিস্ট্রার ভবনের হিসাবরক্ষন অফিসে যেয়ে ফি(পরিমান) জেনে নিয়ে সেটি জমা দিতে যেতে হয় অগ্রণী ব্যাংকে। ফি জমাদানের পর ফরম নিয়ে আসতে হয় হিসাবরক্ষণ অফিসে অত:পর পরিক্ষা নিয়ন্ত্রক অফিসে যেয়ে এই মহা যজ্ঞের সমাপ্তি ঘটে।
পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, এই যুগে এসেও এধরণের সেকেলে ব্যবস্থাপনা খুবই দু:খজনক। আমার কাছে মনে হয় পরিক্ষা দেওয়ার চেয়ে পরিক্ষার ফি জমা দেওয়াই কঠিন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এই এক নিয়মে চলে আসতেছে। কোন অগ্রগতি নেই। যুগের সাথে তাল মিলিয়ে না চললে মুশকিল।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী লামিয়া আফরিন বলেন, এটা একপ্রকার হয়রানি বলে মনে করি। অনেক সময় নষ্ট হয়। এক অফিস থেকে অন্য অফিস ঘুরাঘুরি করতে অনেক পেরেশান হই।
নাজমুস সাকিব বলেন, আমার মনে হয় জাবিতে চান্স পাওয়ার চেয়ে ফাইনাল পরিক্ষার ফি জমা দেওয়া অনেক কঠিন। যেখানে ভর্তি পরিক্ষার আবেদন ও ভর্তি ফি সবই ঘরে বসে মিনিটের মধ্যেই করা যায় সেখানে এমন দুরবস্থা সত্যই দু:খজনক। আশা করছি নতুন প্রশাসন শিক্ষার্থীদের সমস্যা বুঝবে।
অভিযোগের বিষয়ে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশাটি অত্যন্ত যৌক্তিক। আমরা ইতোমধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) কে প্রধান করে একটা কমিটি করেছি। এখানে আইটি বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা অটোমেশনের কাজ শুরু করেছেন। শিক্ষার্থীদের হয়রানি দূর করতে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনে শিক্ষার্থীরা খুব সহজেই ডিজিটাল প্রক্রিয়ায় তাদের ফাইনাল পরিক্ষার ফরম ফিলাপ করতে পারবেন।
মন্তব্য