কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা ডাকবাংলো মাঠ হতে একটি বণার্ঢ্য র্যালি বের হয়।র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালকিনি মর্ডাণ হাসপাতালের সামনে এসে শেষ।পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জরো হয় ছাত্রদলের নেতাকর্মীরা।
কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ গনশিক্ষা বিষয়ক আনিসুর রহমান তালুকদার খোকন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,”আগামী দিনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল দেশে আরো শক্তিশালী হবে।তিনি যেমন দেশ দেখতে চান,ছত্রদলের নেতাকর্মীরা তেমন দেশ গড়ার লক্ষ্যে কাজ করবে।আগামীতে কালকিনি ও ডাসার হতে বিশ হাজার ছাত্রদল নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।”
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী,সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক,জেলা ছাত্রদলের আহব্বায়ক মেহেদী হাসান জাকির।
কালকিনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন কালকিনি পৌর ছাত্রদলের আহবায়ক হাসান হাওলাদার,সদস্য সচিব আমিনুল তালুকদার,কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজারুল শিকদার, সদস্য সচিব শাহিন ইসলাম,ডাসার উপজেলা ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন সরদার,সদস্য সচিব মাইদুর রহমান রুবেল,সিনিয়র যুগ্ন আহবায়ক বনি আমিন মুন্সী সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য