সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
 

কোম্পানীগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ জানুয়ারী ২০২৫

---

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (০৩ জানুয়ারি) বিকাল ০৫ টার সময় উপজেলার টুকের বাজার অটোরিকশা স্ট্যান্ডের সামনে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আজমান আলী(২২) কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গ্রামের সুরুব আলীর পুত্র।আহত মোটরসাইকেল আরোহীর নাম শাওন (২১) ।সে একই গ্রামের আমির আলীর পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, ভোলাগঞ্জ থেকে আসা পাথরবাহী ট্রাককে ওভারটেক করার সময় অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আরো ১জন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপায়ের আল মাহমুদ বলেন, ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও ১জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘাতক ট্রাক পুলিশের হেফাজতে আনা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon