সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
 

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ জানুয়ারী ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

“সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানে ‘একটি ফুটবল, একটি পৃথিবী’ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় “নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে এ মিনিবার ফুটবল  টুর্নামেন্টের আয়োজন করা হয়।

 

টুর্নামেন্টের উদ্বোধনীর প্রথম খেলায় নাজিরুল একাদশ বনাম রুবেল স্মৃতি একাদশ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য সমতা থাকাই টাইব্রেকারে রুবেল স্মৃতি একাদশ ১-০ গোলে নাজিরুল একাদশকে পরাজিত করে জয়ী হয় এবং দ্বিতীয় খেলায় রাহুল একাদশ বনাম শামীম একাদশ একে অপরের মোকাবেলা করে। দ্বিতীয় ম‍্যাচের নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য সমতা থাকাই টাইব্রেকারে শামীম একাদশ ২-০ গোলে রাহুল একাদশকে পরাজিত করে জয়ী হয়।

উদ্বোধনী খেলায় এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সদস্য রাসেল শেখ, রবিন শেখ, জামাল শেখ, নাজিরুল ফকির প্রমুখসহ স্থানীয় এলাকাবাসী ও অংশগ্রহণকৃত দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন নতুন পাড়া আলোর দিশারী ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ সরদার।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon