জাবি প্রতিনিধি
আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসে মাদক নিরাময় ও প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছে সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
লাল সবুজ উন্নয়ন সংঘ, ঢাকা জেলা শাখার সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, বর্তমানে অধিকাংশ তরুণ মাদকাসক্ত হয়ে পড়েছে। এক গবেষণার তথ্যে দেশ ও দেশের বাইরে ষাট শতাংশ মাদকাসক্তের বয়স ১৫ থেকে ৩০ এর মধ্যে। এই তথ্য থেকে সহজেই বোঝা যায় তরুণদের মধ্যে মাদকাসক্ত হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে। তাই তরুণ মাদকাসক্তি প্রতিরোধে আমরা সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ ২০১১ সাল থেকে কাজ করে যাচ্ছি। সংগঠনটি এ পর্যন্ত দেশের সিংহভাগ জেলায় মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে ৩৭ লাখ শিক্ষার্থী মাদককে লাল কার্ড প্রদর্শন করেছে। উল্লেখ্য যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ব্যবহার বেড়েই চলছে। তাই মাদকাসক্তি প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ক্যাম্পাসে মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা ( মাদকবিরোধী সেল গঠন, ডোপ টেস্ট সিস্টেম চালু, মাদকের সাপ্লাই ও সিন্ডিকেট ভাঙ্গতে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং হল- বিভাগগুলোতে মাদকবিরোধী সচেতনামূলক সভা চালু) দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিসমূহ পূরণ করে ক্যাম্পাসে মাদকাসক্তি প্রতিরোধে সক্ষম হবে।
মন্তব্য