আব্বাস উদ্দিন, ব্রাহ্মণ বাড়িয়া প্রতিনিধি
ব্রহ্মণ বাড়িয়া জেলা সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আজ (৫ই জানুয়ারী ২০২৫) ইং রবিবার বিকালে এক আকর্ষনীয় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন সরাইল বন্ধু মহল দল ও সরাইল ফুটবল একাডেমি দল। খেলার শুরুতেই মাঠের চারপাশ ভরে লোকে লোকারণ্য হয়ে যায়। প্রথম থেকেই খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনালে সভাপতি আইয়ুব সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বি এন পির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতগণ ছিলেন জেলা বি এন পির সাবেক সফল সাধারণ সম্পাদক ভিপি জহিরুল ইসলাম খোকন, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কুতুবউদ্দিন, বিশিষ্ট ঠিকাদার ও বি এন পি নেতা শফিকুল ইসলাম সেলু, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার চেয়ারম্যান, সরাইল উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সাবেক ভিপি ওসমান খান, মোশাহেদ মেম্বার।
আরোও উপস্থিত ছিলেন সাবেক যুবনেতা আবদুল বারিক, কামাল খন্দকার সরাইল উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আলাল খন্দকার, মজিদ বক্স,ছাত্র নেতা সাজিন,হামিদ প্রমূখ।
খেলায় বন্ধু মহল ফুটবল দল ২-১ গোলে জয়লাভ করে।
মন্তব্য