ইবি প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মিলনায়তনে আয়োজিত সদস্য সমাবেশে মাহমুদুল হাসানকে সভাপতি ও ইউসুব আলীকে সেক্রেটারি ঘোষণা করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা।
সেশনের সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নুরুল ইসলাম সাদ্দাম মাহমুদুল হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। এরপর তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান।
সভাপতি নির্বাচনের পর মাহমুদুল হাসান সদস্যদের পরামর্শক্রমে ইউসুব আলীকে শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত করেন। প্রোগ্রামের শেষ অংশে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য