বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
 

বাগেরহাট জেলা জমিঈয়ত আহলে হাদীসের অসহায়দের মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ জানুয়ারী ২০২৫

---

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়তে শুববানে আহলে হাদীসের যৌথ উদ্যোগে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা মত বাগেরহাট সদর উপজেলার অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।৪ জানুয়ারি শনিবার সকাল দশটায় শহরতলীর  চরগ্রাম খেয়াঘাট কেন্দ্রীয় হাদীস জামে মসজিদ ঈদগাহ ময়দানে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন এলাকা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি সৈয়দ রওনাকুল ইসলাম। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,  বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ শেখ, মোঃ রুস্তম আলী শেখ, ফকির আব্দুর রশিদ, জেলা জমঈয়তে আহলে হাদীসের জেনারেল সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ আলী,সদর এলাকার জেনারেল সেক্রেটারি মোঃ সাখাওয়াতু ইসলাম, সহ-সভাপতি আলুকদিয়া জামে মসজিদের ইমামে মোঃ মশিউর রহমান, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,সদস্য মোহাম্মদ মনজুরুল ইসলাম, নাশরিফুল ইসলাম,গ্রাম পুলিশ লালন প্রমুখ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উদ্ভোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ নজরুল ইসলাম।

জেলা জমঈয়তে শুববানে আহলে হাদীসের সাধারণ সম্পাদক হাফেজ আল মামুন অনুষ্ঠান সমাপ্তির দুয়া পাঠ করার মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon