ফয়সাল হোসেন, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা সাইফুদ্দিন খালেদ ও ছিনিয়ে নেওয়া আসামি বেলাল হোসেনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ সোমবার দুপুরে দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে রোববার রাতে ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুদ্দিন খালেদ ভবানিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য। অপর আসামি বেলাল হোসেন শরীফপুর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সাইফুদ্দিন খালেদ ও ছিনিয়ে নেওয়া আসামি বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজন পুলিশের দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাতে পারিবারিক মামলার আসামি বেলাল হোসেনকে ধরতে অভিযানে যায় পুলিশ। এসময় ভবানীগঞ্জের শরীফপুর আছিয়ার মাকেটের নিজামের ফার্মেসি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশকে মারধর করে আসামি বেলাল হোসেনকে ছিনিয়ে নিয়ে যায় সাইফুদ্দিন খালেদের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জনের একটি দল। এসময় পুলিশের ৫ সদস্য আহত হন। পরের দিন ২৬ ডিসেম্বর সদর থানার পুলিশের উপপরিদর্শক ছাদেকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি নেতা সাইফুদ্দিন খালেদসহ ১৭ জনের নাম উল্লেখ করে আরও ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মন্তব্য