আতাবুর রহমান সানি, নরসিংদী :
নরসিংদী জেলার সদর উপজেলায় জেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদীর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার দিনব্যাপী মোবাইল কোর্টে হাজী বেকারী, সদর, নরসিংদী প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স-এ অনুমোদিত পণ্যের বাহিরে বিস্কুট, ব্রেড ও কেক এর বিভিন্ন ভ্যারিয়েন্ট উৎপাদন ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং নতুন ভ্যারিয়েন্টসমূহ সিএম লাইসেন্সে সংযোজনের জন্য নির্দেশ প্রদান করা হয়। অভিযানের দ্বিতীয় পর্যায়ে রমেশ পোদ্দার সুইটমিট, ৩৪ স্টেশন রোড, নরসিংদী প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত সুইটমিটস (মিষ্টি) এবং ফার্মান্টেড মিল্ক (দই) বিক্রয়-বিতরণের দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী টাকা ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) জরিমানা করা হয়। জনাব মো: সাজ্জাদ পারভেজ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদী অংশগ্রহণ করেন।
একই দিন নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় স্থানীয় প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদীর যৌথ উদ্যোগে আরও একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে রায়পুরা বাজারস্থ মধুময় মিষ্টিঘর নামীয় প্রতিষ্ঠানটি প্রতি কেজিতে ৯৫ গ্রাম কম পণ্য দেওয়ার এবং অনন্ত গহনা ঘর নামীয় প্রতিষ্ঠান বৈধ ভেরিফিকেশন ব্যতিত ডিজিটাল ওজনযন্ত্র ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ উভয় প্রতিষ্ঠানকে টাকা ২০০০/- (দুই হাজার) করে জরিমানা করা হয়। জনাব মো: মাসুদ রানা, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মো: শেখ রাসেল, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদী অংশগ্রহণ করেন।
নিম্নমানের পণ্যের বাজারজাত প্রতিরোধকল্পে এবং ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধকল্পে প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র এধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
মন্তব্য