বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
 

ভোলা দৌলতখানে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান সম্পাদক জসিম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ জানুয়ারী ২০২৫

---

ভোলা প্রতিনিধি

ভোলার দৌলতখানে বেসরকারি  মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায়  উপজেলার জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুল মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল নোমানকে সভাপতি ও সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিমকে সাধারণ সম্পাদক পদে আগামী ৩ বছরের জন্য  করা হয়।এছাড়াও যুগ্ম  সম্পাদক পদে নিজাম হাসিনা লামছিপাতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে নলগোড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান মাসুদ নির্বাচিত হন।আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে ও জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুলের সহকারী শিক্ষক জাকির হোসেন মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুলের প্রাক্তন সভাপতি খালেদা খানম,বিশেষ অতিথি জেলা স্কাউট কমিটির সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার,চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের রতন,পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, নিজাম হাসিনা লামছিপাতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সেলিম,উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার রিনা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শিমুল প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon