বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
 

পাঁচলাইশে জণরোষের মুখে ‘ওসি’ নেজাম, শার্ট ছিঁড়ে ফেলল নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ জানুয়ারী ২০২৫

---

সাইফুল ইসলাম(চট্টগ্রাম)

চট্টগ্রামের পাঁচলাইশে বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে পড়লেন কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। এ সময় নেতাকর্মীরা তাকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে। এক পর্যায়ে নেতাকর্মীরা তার সামনে ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটল। স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।

জানা গেছে, নেজাম উদ্দিন সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon