বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
 

পাথরঘাটায় ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও ক্রিয়া সংস্থা এ্যাডহক কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ জানুয়ারী ২০২৫

---

মো.জিয়াউল ইসলাম, পাথরঘাটা প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটা উপজেলা ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫  ব্যাডমিন্টন টুনামেন্ট শুভ উদ্বোধন ও ক্রিয়া সংস্থা এ্যাডহক কমিটি গঠন  করা হয়েছে

সোমবার সন্ধ্যা ৮টায় পাথরঘাটার অফিসার্স ক্লাব মাঠে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান।  উদ্বোধন পূর্বমুহুর্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো.ফারুক, পৌর বিএনপির আহ্বায়ক হারুন রশিদ, যুগ্ম আহ্বায়ক হায়দার খান, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ,  পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক   জাকির হোসেন খান  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়ালসহ প্রমুখ।


অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক  জসীম উদ্দিন রানা 


এই টুর্নামেন্টে মোট ৮৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সুমন আল-আমিন জুটি চৌধুরী মাসুম টেকনিক্যাল কলেজ।


এর আগে গত ২৯ ডিসেম্বর পাথরঘাটা উপজেলা ক্রিয়া সংস্থা এ্যাডহক কমিটি গঠন করা হয়। পাথরঘাটা উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন ও জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০২৪ সালের ২৯ ডিসেম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে পাথরঘাটা উপজেলা ক্রীড়া সংস্থার এই কমিটি গত ১লা  জানুয়ারি। অনুমোদন দেয়।


পদাধিকার বলে এই কমিটির আহবায়ক হলেন-পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ্জামান খান। সদস্য সচিব যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কবির আহমেদ এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যাক্তি (কোচ) মোঃ রফিকুল ইসলাম বিপ্লব, (খেলোয়াড়), পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান, (খেলোয়াড়) জসীম উদ্দিন রানা, মোঃ কাজী সুমন প্রিন্স ও মোঃ তানজিম আদমান শিক্ষার্থী।


উপজেলা প্রশাসক আশা করেন এই কমিটি গঠনের মধ্য দিয়ে পাথরঘাটা ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন আসবে। উপজেলা ক্রীড়ার ঐতিহ্য পুনরুদ্ধারে ভূমিকা রাখবে এই কমিটি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon