আশিকুর রহমান, জবি প্রতিনিধি
ফেলানী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন।
এসময় তারা, সীমান্তে মানুষ মরে,প্রশাসন কি করে।আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও।ফেলানি হত্যা দিচ্ছে ডাক সিমান্ত হত্যা নিপাত যাক,এসব স্লোগান দেয়।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন,আজকে ফেলানি হত্যার চোদ্দ বছর পার হলে এখনো এর বিচার দেখতে পায়নি। এই বিচারহীনতা প্রমাণ করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি রকম।ভারতের হিন্দুত্ববাদী বীজিপি সরকারের ইন্ধনে ভারতীয় মিডিয়া গুলো প্রচার করছ বাংলাদেশেট সংখ্যা লঘু নির্যাতন হচ্ছে। ভারতের সাথে যেসব অসম চুক্তি আছে তা বাতিল করতে হবে।এই ছাড় আমরা ফিলানি হত্যা সহ যে সব হত্যা হয়ছে এর বিচার চাই।
ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী কিশোর সোম্য বলেন,প্রতিদিনই আমাদের কোন না কোন সীমন্তে আমাদের দেশের নাগরিকদের উপর গুলি চালাচ্ছে ভারতের সীমান্ত রক্ষিরা,এমনকি তাদের চির শত্রু পাকিস্তান সীমান্ত এমন ভাবে গুলি চালাচ্ছে না।এতটা আগ্রসনের পরেই বিগত ফ্যাসিস্ট সরকার এই হত্যাকান্ডকে জায়েজ করেছে।এখন আর ফ্যাসিস্ট সরকার নাই অতএব গত সরকারের পররাষ্ট্র নীতিকে ছুড়ে ফেলে দিতে।
মন্তব্য