বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
 

কাউখালীতে প্যারামেডিকেল ও নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ জানুয়ারী ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে মোহাম্মদ ই.এইচ.খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনস্টিটিউট এর উদ্বোধন এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার পূর্ব বেতকায় মোহাম্মদ ই.এইচ.খান প্যারামেডিকেল এন্ড নার্সি ইনস্টিটিউট এর চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী মোহাম্মদ এনায়েত হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: সুজন সাহা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো;সোলায়মান, ইউপি চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু সাইদ, প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাবরিনা সুলতানা সেতু।

আমেরিকা প্রবাসী আর্কিটিব ও আইন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ই.এইচ.খানের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত  ও পরিচালিত এই প্রতিষ্ঠানে নার্সিং, প্যারামেডিকেল, প্যাথলজি, ফার্মাসিস্ট ও ডেন্টাল কোর্সে প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের  প্রতিষ্ঠাতা ও সভাপতি খান বলেন দক্ষ জনশক্তি ছাড়া বেকারত্ব এবং অর্থনৈতিক সমস্যা দূর করা সম্ভব না। দক্ষতা অর্জন করতে পারলেই  বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon