বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
 

বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জাবি কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ জানুয়ারী ২০২৫

---

জাবি প্রতিনিধি 

বাংলাদেশের  ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানার উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫  বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এটি অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারের বাধার কারণে তিনি তাঁর প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। অবশেষে আজ তিনি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাচ্ছেন ।

দোয়া মাহফিল শেষে সোহেল রানা বলেন, “বেগম খালেদা জিয়া “বাংলাদেশী জাতীয়তাবাদ” আর্দশের প্রতীক। তাঁর প্রতি এই অবিচার দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করেছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি এবং দেশের জনগণের প্রতি আহ্বান জানাই, তারা যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। তিনি যেন  দ্রুত আরোগ্য লাভ করেন  এবং নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন।

জাবি ছাত্রদল নেতা মনিরুজ্জামান সাগর বলেন “আজকের এই পবিত্র মিলাদ মাহফিলে আমরা গভীর শ্রদ্ধা ও প্রার্থনা নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তিনি গণতন্ত্রের প্রতীক ও জাতির কণ্ঠস্বর। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

জাবি ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম বলেন “বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা। তার অসুস্থতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের দেশনেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন। তার সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।

তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রনেতা মনিরুজ্জামান সাগর, নাজমুল হাসান, জাকিরুল ইসলাম, শাহান ভুইয়্যা, আদনান করিম, তরুণ, সাদিকুল ইসলাম, এসএম আমিনুল ইসলাম, মোসাদেকুর রহমান, আবিদুর রহমান, আলী আরাফাত খান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো: মুমিনুল ইসলাম নাইম, মো: মোস্তফা কামাল লিটন, মো: ইউসুফ আকন্দ সাগর, মো: সাইদুর রহমান, মো: ইমন হোসেন, মো: সাকিব হোসেন, মো: জাহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় সাভার উপজেলা যুবদলের মোঃ উজ্জল আহম্মেদ, মোঃ শাহরিয়ার হোসেন জিসান, মো: কামরুল খান, মোঃ সাজু মিয়া, মো আবু কালাম, মোঃ তাওহিদ ইসলাম, মোহাম্মদ আলী সরকার, মোঃ কামাল খান, মোঃ রেজাউল করিম রেজা, মোঃ মোজাম্মেল হক তুষার, শাহিনুর খান মামুন প্রমুখ নেতৃবৃন্দ সহ  মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon