বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
 

ইসলামিক স্টাডিজ বিভাগকে নিয়ে বিদ্রুপপূর্ণ বক্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ জানুয়ারী ২০২৫

---

রাবি প্রতিনিধি:

চলমান পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা, কর্মচারীদের, কর্মবিরতিতে সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন ডিপার্টমেন্টের ডেপুটি রেজিস্টার জাকিরুল ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগকে বিদ্রূপপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায়  বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জুহা চত্বরে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা মিলিত হয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে জাকিরুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা।

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাজুল ইসলাম বলেন, চলমান পোষ্য কোটা বিরোধী আন্দোলন কে কেন্দ্র করে পোষ্য কোটাকে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই ঘোষণার বিরুদ্ধে গিয়ে বিশ্ববিদ্যালয়ে অফিসার্স অ্যাসোসিয়েশন তারা কর্মবিরতি ঘোষণা করেছে এবং তারা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। এগুলো তারা করতেই পারে। তবে তারা পোষ্য কোটার পক্ষে বক্তব্য দিতে গিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগকে কটূক্তি মূলক এবং বিদ্রূপপূর্ণ মন্তব্য করেছেন। আমরা ইসলামিক স্টাডিজ বিভাগ সেই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  অবিলম্বে আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার  করতে হবে এবং প্রকাশ্যে মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে।

বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, আমি বলতে চাই চব্বিশ ঘণ্টার মধ্যে জাকিরুল ইসলামকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা আরও তীব্র আন্দোলনের দিকে এগিয়ে যাবো৷

এ বিষয়ে জানতে চাইলে জাকিরুল ইসলাম বলেন, আসলে এমন ভাবে আমি বলিনি। আমার নামটা মনে আসতেছিল না তাই এ কথা বলেছি। তবে এ বিষয় নিয়ে আমি আমার ফেসবুক পোস্টে সরি বলেছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon