বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
 

কে কে এস প্রদিপ প্রকল্পের এর আয়োজনে অভিভাবক সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ জানুয়ারী ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কর্মজীবী কল্যাণ সংস্থা কে কে এস প্রদীপ প্রকল্পের আয়োজনে স্থানীয় পর্যায়ে এডভোকেসি ক্যাম্পেইন অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার(৭ জানুয়ারি) দুপুর ১২ টার সময় গোয়ালন্দের দৌলতদিয়ায় অভিভাবক সমাবেশ দুপুরে কেকেএস প্রদীপ প্রকল্পের আয়োজনে সেভ দ‍্য চিলড্রেনের সহযোগিতায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মজীবী কল‍্যাণ সংস্থা কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন।

 

কেকেএস প্রদীপ প্রকল্পর সহকারি শিক্ষক সুমি আক্তারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, মো. আসাদুজ্জামান খান, সেভ দ‍্য চিলড্রেন ম‍্যানেজার মো. সাইফুল ইসলাম খান সেলিম প্রমুখ।

 

অভিভাবক সভার শুরুতে কেকেএস প্রদীপ প্রকল্পের পক্ষ হতে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর অতিথিবৃন্দের আসনগ্রহনের পরে রাজবাড়ী সেভ দ‍্য চিলড্রেন ম‍্যানেজার মো. সাইফুল ইসলাম খান বলেন, আমাদের এই প্রকল্পে ২৬ টি স্কুলের সাথে কাজ করি ,অসহায় শিশুদের নিয়ে আমরা পড়ালেখা করাই যেনো সেই শিশু গুলো ভবিষ্যৎ উজ্জ্বল হয়।কিন্তু আমাদের প্রজেক্ট ২৫ সালে জানুয়ারিতে  শেষ হয়ে যাওয়ায় কথা ছিল ।কিন্তু আমাদের ডিসি  স্যার এই প্রজেক্টাকে আরো তিন মাস বৃদ্ধি করেছেন। এবং আমরা তার কাছে চির কৃতজ্ঞ যে তিনি এই শিশুদের কথা ভেবেছেন।

এরপর প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমি চেষ্টা করবো যেন, এই যে যৌনপল্লীর শিশুরা যেন আবার ঐ পথে ফেরত না যায় । সেজন্য এই প্রজেক্টটা খুবই প্রয়োজন ছিল তাই আমি উপর মহলে কথা বলে এ প্রজেক্ট এক্সটেনশন করার চেষ্টা করেছি। আমিও চাই দেশের মানুষ সবাই যেন ভালোভাবে চলতে পারে এবং ভালো পথে থাকে। আমি মায়েদেরকে বলতে চাই আপনারা সবাই হতাশ হবেন না। আমরা আছি, চেষ্টা করছি এবং করব আপনাদের বাচ্চাদের ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন তা আমরা করব ইনশাল্লাহ এমন প্রতিশ্রুতি দেন।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon