আলী হাসান, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১৭ নম্বর ধারায় বর্ণিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছে। তফসিল অনুসারে ২০২৫-২৬ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ৪ নম্বর কক্ষে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন ।
জাবি প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১০ নম্বর ধারায় বর্ণিত নীতিমালা অনুসারে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যকরী সদস্য-১ ও কার্যকরী সদস্য-২ সহ মোট ৯টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা বুধবার দুপুর ৩ টায় প্রকাশিত হয়েছে। ৯ জানুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান চলবে। দুপুর ১ টায় নির্বাচনী বৈধ তালিকা প্রকাশিত হবে। পরদিন ১০ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে। এদিন দুপুর ১ টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৪ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ওইদিনই বেলা ১ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
মন্তব্য