বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
 

কাউখালীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা; আটক ৪ জাহাজ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জানুয়ারী ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালী কালী গঙ্গা নদীর সয়না মোহনায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে  ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।

দীর্ঘদিন যাবত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীরঅভিযোগে ফলে   বুধবার ৮ ই জানুয়ারি সন্ধ্যায় কাউখালী  উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ বালু উত্তোলন করার  সময় হাতেনাতে তিনটি বালুর জাহাজ ও ১টি বালগেট পরিচালনার  জাহাজ আটক করে উপজেলা প্রশাসন।

---

আটক জাহাজ গুলো হল মা-বাবার দোয়া এন্টারপ্রাইজ, , তুষার এন্টারপ্রাইজ ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। এ জাহাজগুলো ভাড়া নিয়ে পরিচালনা করতেন পিরোজপুর সদর উপজেলার লখাকাঠি গ্রামের সাহাবউদ্দিন খানের পুত্র  আরিফুল ইসলাম শিপন। অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ও সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ।এ সময়  নৌ পুলিশের একটি চৌকস টিম জাহাজগুলো আটক করে কাউখালীতে উপস্থিত করে।

পরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জাহাজ পরিচালনাকারী  মালিক আরিফুল ইসলাম শিপন ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেলে  ভ্রাম্যমান আদালতের বিচারকের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয় বলেন

আর কখনো অবৈধ ভাবে বালু উত্তোলন করবে না। এই শর্তে বালু মহল  ও মাটি ব্যবস্থাপনা আইনে  ১লক্ষ্য  টাকা জরিমানার আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদাল। পরে জরিমানার ১ লক্ষ টাকা পরিশোধ করে মুক্তি লাভ করেন।

এলাকাবাসী জানিয়েছে উপজেলা সয়না রঘুনাথপুর দ্বীপইউনিয়নের কালিগঙ্গা নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে কয়েকটি গ্রাম।

উল্লেখ্য যে  এ নদীর পিরোজপুরের হুলারহাট অংশে রয়েছে একটি বালু মহল। এই মহলটি সরকার ইজারা দিয়ে নিয়মিত রাজস্ব আদায় করছে। অপর দিকে কাউখালীর অংশে কোন বালু মহল না থাকলে ও নিয়মিত অবৈধ ভাবে বালু উত্তোলন করেছে এক শ্রেণির বালু ব্যবসায়ীরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon