শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
 

“বাঁধন ” শহিদ সালাম বরকত হল ইউনিটের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জানুয়ারী ২০২৫

---

জাবি প্রতিনিধি

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জোনের শহীদ সালাম বরকত  হল ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ভূগোল ও পরিবেশ  বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী  অংকুর সাহা এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি  বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী  শাকিল হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন। জোনাল প্রতিনিধি হয়েছেন ইতিহাস  বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মো: সোহান।

বুধবার (৮ ডিসেম্বর) শহীদ সালাম বরকত হলের কমনরুমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহসভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের আশিকুর রহমান ( ৫১ ব্যাচ) এবং  চারুকলা বিভাগের শিহাব ইসলাম (৫১ ব্যাচ)। সহসাধারণ সম্পাদক হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের রাশেদুল ইসলাম   (৫২ ব্যাচ)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের  মোঃ লাজিম ইসলাম (৫২ ব্যাচ)।  সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের  শাদমান শাকিব মন্ডল (৫২ ব্যাচ)।

কোষাধ্যক্ষ আকাশ আহম্মেদ (পরিসংখ্যান ৫২ )। দপ্তর সম্পাদক জাইদুল ইসলাম মারুফ ( হিসাববিজ্ঞান ৫২ ), প্রচার ও প্রকাশনা সম্পাদক  মির্জা মাহী ফেরদৌস (রসায়ন  ৫৩) , তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফ ( অর্থনীতি  ৫৩)।

কমিটিতে নির্বাহী সদস্য হয়েছেন, আতিক (ইংরেজি  ৫৩), তামিম (ইতিহাস  ৫৩), মোঃ আব্দুল রাহাদ সাদি (ইংরেজি  ৫৩), আমিনুল ইসলাম শাওন ( ফার্মেসী ৫৩) , জুনায়েদ মাহী (ইংরেজি  ৫৩)

তৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সাধারণ সম্পাদক শাকিল হোসেন বলেন,  “বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন, এই সংগঠনকে চিনেনা বা নাম জানেনা এমন খুব কম মানুষই আছে। আমি স্কুল জীবন থেকে চাইতাম যে একদিন বাঁধন এর সদস্য হবো, আর সে সুযোগ পাই ২০২৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। আমি যখন বাঁধনে যোগ দেই তখন থেকে দেখেছি যে বাঁধনে পদ কোনো বিষয় না সবার মতামতকেই মূল্যায়ন করা হয়। তারপরও শহিদ সালাম বরকত হল ইউনিটের সাধারণ সম্পাদক পদ অনেক বড় দায়িত্ব, আশা করি কমিটির বাকি সবাইকে নিয়ে ভালোভাবে কাজ করতে পারবো ইনশাআল্লাহ”।

তৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সভাপতি অংকুর সাহা বলেন, প্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই,সিনিয়র ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমার উপর আস্থা রেখেছেন। আসলে বাঁধন একটি রক্তদাতাদের সংগঠন। আমরা সবসময়ই চেষ্টা করি মানুষের জন্য রক্ত ম্যানেজ করার। নতুন দায়িত্বে চেষ্টা করবো হল ইউনিটকে আরো সমৃদ্ধ করার। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon