সুজন মাহমুদ, লালপুর নাটোর
নাটোরের লালপুরে র্থেমাটি, ভরাট- বালিবোঝাই ট্রাক, ট্রাম-ট্রাকের মাটি-বালি উড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে লালপুরের সড়কে। যা রাস্তায় কয়েক ইঞ্চি ধুলার আস্তরণে বালিময় হয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে ও এক্সিডেন্টের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে সড়কের মাটি- বালি পরিষ্কারের উদ্যোগ নিয়েছে লালপুর জিকজাক ইটভাটা মালিক সমিতি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কে এমন চিত্রের দেখা মিলেছে। আগামী কয়েকদিনের মধ্যে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়ক ও লালপুর - বিলমাড়িয়া সড়কে ধুলাবালি মুক্ত করার ঘোষণা দেন লালপুর জিকজাক ইটভাটা মালিক সমিতির নেতৃত্ববৃন্ধ।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, এটা খুব ভালো উদ্যোগ এতে করে রাস্তাঘাটের এক্সিডেন্ট কম হবে ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
এ সময় জিগজাগ ভাটা মালিক সমিতির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, রাস্তাঘাট পরিষ্কার করছি সাধারণ মানুষের চলাচলের যেন কোন বিঘ্ন না হয় এবং লালপুরের অর্থনৈতির রক্ষার একমাত্র স্থান হলো ইট ভাটা এটা কোনো ক্রমে বন্ধ হয়ে গেলে চুরি,ছিনতাই বেড়ে যাবে ও অসহায় দরিদ্র মানুষের জীবন চলাচল কষ্টদায়ক হয়ে যাবে। রাজশাহী, পাবনা এবং নাটোর প্রায় ৩০ হাজার লোক এই ভাটার উপর নির্ভরশীল। সরকারের কাছে আকুল আবেদন নির্দেশনা মোতাবে আমাদের যেন লাইসেন্সের প্রদান করা হয় ।
মন্তব্য