শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
 

পাইকগাছায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জানুয়ারী ২০২৫

---

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

পাইকগাছায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময়ে তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সৃজনশীল কাজে উৎসাহিত করবে এবং তাদেরকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখবে। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পূর্ব নির্ধারিত গদাইপুর ফুটবল মাঠে উক্ত খেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম ও থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,উপজেলা প্রোকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া, উপজেলা হিসাব রক্ষণ অফিসার,মো: আবুল বাসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ,ইউআরসি ঈমান উদ্দীন,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ এসএম আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, উপজেলা সিএ আব্দুল বারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, টুর্নামেন্ট খেলায় ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ১১টি দল অংশ গ্রহণ করেন। এবং ১৪ জানুয়ারী চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon