ফয়সাল হোসেন, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত চার ডাকাত গ্রেফতার ও লুষ্ঠিত মোবাইল উদ্ধার।গত ২২/১২/২০২৪ খ্রিঃ তারিখ দিবাগত রাত অর্থাৎ গত ২৩/১২/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় জনৈক শাহিনুর বেগম (৪২), স্বামী-আনোয়ার হোসেন, সাং-চর লরেঞ্চ, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর এর বসত ঘরে একটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এর পরিপ্রেক্ষিতে বাদী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমলী অঞ্চল, কমলনগর, লক্ষ্মীপুরে হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত কর্তৃক কমলনগর থানাকে এফ.আই. আর রুজু করার আদেশের প্রেক্ষিতে কমলনগর থানার মামলা নং-১৬, তারিখ-২৬/১২/২০২৪ ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করতঃ মামলাটির তদন্তভার এসআই/হাফেজ আহাম্মদ খান এর উপর অর্পণ করা হয়।
মামলাটি রুজু হওয়ার পর গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে অফিসার ইনচার্জ কমলনগর থানা এর নেতৃত্বে কমলনগর থানার একটি চৌকস আভিযানিক দল অত্র মামলার ঘটনার সাথে জড়িত আসামী ১। মোঃ শাহিন আলম (২২), পিতা-মোঃ শাহজাহান, মাতা-শুকুরী বেগম, সাং-চর পাগলা, ৯নং ওয়ার্ড, (মমিন উল্যাহ চেয়ারম্যান বাড়ী), ৯নং তোরাবগঞ্জ ইউপি, ২। মোঃ জীবন (২১), পিতা-আলাউদ্দিন মোল্লা, মাতা-রূপবান বেগম, সাং-চর লরেঞ্চ, ৭নং ওয়ার্ড, (মোল্লা বাড়ী), বর্তমানে নানার বাড়ী-চর লরেঞ্চ, ৫নং ওয়ার্ড, (কালার বাপেগো বাড়ী), ৩নং চর লরেঞ্চ ইউপি, উভয়থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর ৩। মোঃ শাহিন (২৫), পিতা-আনোয়ার হোসেন প্রঃ আনার, মাতা-আলোয়া আক্তার, সাং-গয়নার গাঁও, থানা-মধবদী, জেলা-নরসিংদী, বর্তমানে-শশুর বাড়ী সাং-চর লরেঞ্চ, ৫নং ওয়ার্ড, (সরকারী পুকুরপার কলোনী), ৩নং চর লরেঞ্চ ইউপি, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর, ৪। মোঃ সোহেল (২৮), পিতা-সফিক উল্যাহ, মাতা-ছবরের নেছা, সাং-চর লরেঞ্চ, ৫নং ওয়ার্ড, (আরব আলীর বাড়ী), ৩নং চর লরেঞ্চ ইউপি, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর’দের গ্রেফতার করে পুলিশ হেফাজতে আনা হয় এবং তাদের স্বীকারোক্তি মতে লুন্ঠিত হওয়া মালামালের মধ্য হতে একটি এনড্রয়েড ফোন, একটি বাটন মোবাইল ফোন ও দরজা খোলার কাজে ব্যবহৃত একটি স্টীলের স্কেল এবং ০৩টি কাপড়ের তৈরি মুখোশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। অত্র ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতারসহ লুণ্ঠিত হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের জোর চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও দস্যুতা মামলা রয়েছে।
মন্তব্য