মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
শিক্ষাসহায়ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) এর উদ্যোগে ” ১৫তম থিম্যাটিক ডিবেট ওয়ার্কশপ চ্যাম্পিয়নশিপ-২০২৫” শীর্ষক মাসব্যাপি কর্মশালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ও চবি তথ্য ও ফটোপ্রাফি শাখার প্রশাসক ড. মোঃ শহীদুল হক ও চবি লোকপ্রশাসন বিভাগের প্রশাসক জনাব মোঃ মাহবুবুর রহমান।
চবি উপাচার্য বলেন, চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) তরুণ প্রজন্মের জন্য যে কার্যক্রম পরিচালনা করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। বিতর্ক একটা গুরুত্বপূর্ণ শিল্প। এর দ্বারা শিক্ষার্থীরা উপস্থাপনসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারে। উপস্থাপন শিল্পে আমাদের অনেকেই আমরা দুর্বল। বিতর্ক করে এ দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। ক্লাসরুমসহ বিভিন্ন আলোচনার ক্ষেত্রে আমাদের ইন্টারেক্টিভ হতে হবে। সিভিতে শিক্ষাসহায়ক কার্যক্রমে যুক্ত থাকার কথা উল্লেখ করলে বিদেশে বৃত্তি পাওয়া সহজ হয়। এসব কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত সমাজ ও রাষ্ট্র সংস্কার করার সুযোগ কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, বহিঃবিশ্বের শিক্ষার্থীরা বিতর্কের মাধ্যমে তাদের প্রতিভা জানান দেয় এবং অভিষ্ট লক্ষ্যে পৌছাঁনোর স্বপ্ন পূরণ করতে পারে। আমাদের শিক্ষার্থীদেরও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। চবির বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমের প্রতি গুরুত্ব দিচ্ছে। তিনি দেশ ও জাতির কল্যাণে কাজে আসে, এমন বিষয় নিয়ে বিতর্ক করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি অনুকরণীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট এর সাধারণ সম্পাদক জনাব আকলিমা খাতুনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য জনাব নাবিল সাদ ও জারিন তাসনীম মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী, উক্ত সংগঠনের এলামনাই জনাব তাসফিয়া হাসেম, জোবায়ের আহম্মদ, জনাব আয়েশা রিদুয়ানা ও সহসভাপতি জনাব তাহমিনা আখতারসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য