শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
 

ইবি থানা স্থানান্তর না করার ব্যাপারে ইতিবাচক মনোভাব স্বরাষ্ট্র উপদেষ্টার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জানুয়ারী ২০২৫

---

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহের সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়  থানা স্থানন্তর না করার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও জায়গা পেলে ফায়ার স্টেশন নির্মান করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আমানুর আমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহষ্পতিবার দুপুর দেড়টায় কৃষি মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

মতবিনিময়ের সময় উপাচার্য  ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গুরুত্বপূর্ণ ভূমিকা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরে জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে ক্যাম্পাস ও নির্দিষ্ট এলাকায় সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও জানান,থানা স্থানান্তর না করার ব্যাপারে স্থানীয় জনগণের কোনো আপত্তি নেই।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon