মল্লিক মোঃ জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধি
অবশেষে বাগেরহাটের রামপালে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বন্ধ করা হলো মাসব্যাপী আনন্দ মেলার নামে যাত্রাপালা ও জুয়া খেলার আয়োজন। জনতার প্রবল প্রতিরোধের মুখে রামপাল উপজেলা প্রশাসন এ আয়োজন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে জরুরি এক বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানা গেছে, রামপাল প্রেসক্লাব’র নাম ব্যবহার করে উপজেলার গোনাইব্রিজ এলাকায় ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান অতি গোপনে ক্লাবের অন্য সদস্যদের না জানিয়ে ব্যক্তিগতভাবে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
অনুষ্ঠানটি আজ(১০ জানুয়ারি) উদ্বোধন হওয়ার কথা ছিল। রামপালে এমন অশ্লীল যাত্রাপালা ও জুয়া খেলার আয়োজনের খবর শুনে ক্ষোভে ফেটে পড়ে রামপাল উপজেলা ইমাম সমিতি ও ধর্মপ্রাণ মুসলমানেরা। এর প্রেক্ষিতে ইমাম সমিতির পক্ষ থেকে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।
পরবর্তীতে (৭ জানুয়ারি) ইমাম সমিতির উদ্যোগে ফয়লা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিষয়টি আমলে নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার এক জরুরি সভা করে মেলা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মিটিংয়ে যুক্তিপূর্ণ ও সাহসী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ জিহাদুজ্জামান, ইমাম সমিতির সভাপতি মাওঃ নুরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাহাবুব মোল্যাসহ জামায়াত, বিএনপি ও ছাত্র নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী সাংবাদিকদের জানান, রামপালে যাত্রার নামে নগ্ন নৃত্য বা অনৈসলামিক কর্মকাণ্ড কোথাও করতে দেয়া হবে না। এ জাতীয় কোন কর্মকাণ্ড হলে তার দ্বায় উপজেলা প্রশাসন বহন করবে না। অতএব, সকলের দাবির প্রেক্ষিতে মাসব্যাপী যে আনন্দ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি বন্ধ ঘোষণা করা হলো।
মন্তব্য