শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

লালমনিরহাটে প্রাচীনতম মন্দিরে চুরি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৫

---

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার প্রানকেন্দ্র তুষভান্ডার বাজারে রাজার নির্মিত প্রাচীনতম শ্রী শ্রী ভবতারিণী কালি মন্দিরে গত ৯ ই জানুয়ারী দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা গেছে, মন্দিরের পশ্চিমের দুটি সিসি ক্যামেরার একটি নামিয়ে ফেলে পশ্চিম দুয়ারী একটি গ্রীলের ও কাঠের দরজা ভেঙ্গে মন্দিরের ভিতরে প্রবেশ করে পুরাতন রাজা আমলে একটি অস্ট ধাতুট তৈরী পিতলের মূর্তি সহ কাসা ও পিতলের পুরাতন অনেক জিনিসপত্র চুরি হয়েছে।

ঘটনা স্কুলে উপস্থিত অনেকের ধারণা চুরি যাওয়া জিনিসপত্রের আনুমানিক মূল্য ৬ থেকে ৭ লক্ষ টাকা হতে পারে। এমনকি এ ঘটনায় সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ম্যাশিনাদিও চুরি করা হয়েছে। যাতে করে ঘটনার কোন প্রমাণ খুঁজে পাওয়া না যায়।

স্থানীয়রা জানান, মন্দিরটি অনেক পুরাতন রাজার আমলের।  বিগত সময় এটি সংস্কার করা হয়েছে। কখনো এই মন্দিরটি চুরি হয়নি। মন্দিরটি অনেক পুরাতন হওয়ায় সাধারণ মানুষ এর আশেপাশে আস্তে ভয় পেত। রাতে ভিতরে প্রবেশ তো প্রশ্নই আসে না। এবারই প্রথম শুনলাম মন্দিরটি চুরি হয়েছে ।

রবি কুমার গুই এ ঘটনায় মন্দির কমিটির দুর্বলতাকে অনেকাংশে দায়ী করেছেন।

এ বিষয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুন কুমার দাস ( সংগ্রাম) বলেন, ফুলের বাগান এক্সরে করার জন্য সকালে আমি মন্দিরে প্রবেশ করি। এরপরে দেখতে পাই খড়ির ঘরের বেড়া ভাঙ্গা। পরে দেখি টিউবলের হ্যান্ডেল নেই। এদিক ওদিক দেখতেই প্রথমে দেখলাম সিসি ক্যামেরাও একটা নেই আর একটার দিক অন্যদিকে করে রাখা। এসব দেখে আমার কাছে দুটি চাবি থাকে সেটা দিয়ে দরজা খুলতে গেলে দেখি গ্রীলও ভাঙ্গা পরে আমি কমিটির সকল কে বিষয়টি অবহিত করি। এরপর জেলার উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়। অতঃপর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ইউএনও, কালীগঞ্জ  থানার ওসি সকলেই আসেন। তারা সরেজমিনে সব পরিদর্শন করেছেন। এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মন্দিরের সামনের অংশ সুরক্ষিত থাকলেও পশ্চিম অংশ ভেঙ্গে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম চোরচক্রের অনুসন্ধান সহ চুরিকৃত মালামাল উদ্ধারে কাজ অভ্যাহত রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon