মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
ঘন কুয়াশার কারণে ২ ঘন্টা ৪০ মিনিট বন্ধের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টা ১০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার ভোর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সকাল সাড়ে ৭টা থেকে দৌলতদিয়া- পাটুরিয়া দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। ফলে যাত্রী ও যানবাহন চালকদের তীব্র ঠান্ড ও শীতে দুর্ভোগ পোহাতে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসায় শনিবার সকাল ১০ টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।
মন্তব্য