শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৫

---

ফয়সাল হোসেন লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরে পৃথক স্থানে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন নয় জন।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের বাসু বাজার ও লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার মির্জাপুর এলাকার মুনছুর মিয়ার ছেলে ফাহিম হোসেন(১৮)। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আরেকজন পৌরসভার বাঞ্ছানগর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন(২৩)। আহত সিফাত হোসেন, তানভীর হোসেন, সাব্বির হোসেন, নোমানুর রহমান নোমান ও জাহিদ হোসেনসহ নয়জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সিফাত হোসেন ও তানভীর হোসেনের অবস্থায় আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সদর উপজেলার মির্জাপুর এলাকার নিজ বাড়ি থেকে কলেজ ছাত্র ফাহিম হোসেন তাঁর দুই বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে পালেরহাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের বাসু বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার তিন যাত্রীসহ ছয়জন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান ফাহিম হোসেন। আহত পাঁচজনের মধ্যে তিনজনকে সদর ও দুইজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, লক্ষ্মীপুর-রামগতি সড়কের পেয়ারাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ফরহাদ হোসেন নামে একজন মারা যান। অন্য চারজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, পৃথক দুইটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত নয়জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সিফাত হোসেন ও তানভীর হোসেন নামে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের চিকিৎসা চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন মারা যান। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon