কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন কাউখালী উপজেলা প্রশাসন । গত বৃহস্পতি ও শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এতিমখানা, হেফজখানা এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে রাতে ঘুরে ঘুরে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। তিনি উপজেলার বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় গভীর রাতে উপস্থিত হয়ে ছাত্রদের থাকার জায়গা পরিদর্শন করেন এবং উপস্থিত এতিম ও গরিব ছাত্রদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপজেলার এতিমখানা মাদ্রাসা গুলো ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামে বয়-বৃদ্ধ অসহায় গরিব ছিন্নমূল ৪ শতাধিক মানুষের হাতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সরকারি শীত বস্র কম্ব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন সরকারের বরাদ্দকৃত শীতবস্র কম্বল অগ্রাধিকার ভিত্তিতে গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে ।
প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে প্রকৃত গরিব মানুষের হাতে কম্বল পৌঁছে দেওয়ার জন্য নিজেই চেষ্টা করছি। আরো কম্বল বিতরণ করা হবে।
মন্তব্য