শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

সিরাজগঞ্জ কাজিপুরে শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৫

---

কাজিপুর (সিরাজগঞ্জ)  প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জের  কাজিপুরে  বি এন পি,র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ (শনিবার ১১ জানুয়ারী)  কাজিপুর  উপজেলা  বিএনপি অংশ  বিশেষের  আয়োজনে দুপুর ২ টায় কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই নতুন বাজারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শুরুর আগে জেলা বি এন পির সহসভাপতি  নাজমুল হাসান তালুকদার  রানার নেতৃত্বে  উপজেলার বিড়ে এলাকার  কয়েকটি  ইউনিয়নে একটি  শোডাউন অনুষ্ঠিত হয়।

দুপুর ২ টায় আলোচনা সভায়  সভাপতিত্ব করেন   কাজিপুর উপজেলা  বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল  মালেক স্বপন।প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা বি এন পি,র  সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।অন্যদের মধ্যে  উপজেলা বি এন পি,র সাবেক প্রচার সম্পাদক  মোঃ মিল্টন মিয়া,সহ জেলা বি এন পির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  পরে অতিথি বৃন্দ এলাকার দুস্তমানুষের মাঝে  ১ হাজার পিস  কম্বল বিতরণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon