শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

ইবির সমাজকল্যাণ বিভাগ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৫

---

শামীমা রহমান, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগ ক্লাস রুম সংকট, শিক্ষক সংকট ও সেশনজটসহ নানা সমস্যায় জর্জরিত। এতে ক্ষুব্ধ হয়ে আজ শনিবার (১১ জানুয়ারি) প্রশাসন ভবনের সামনে বিভাগ সংস্কারের দাবিতে আন্দোলন করেন বিভাগটির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা, ‘অন্য বিভাগ স্বর্গে, সমাজকল্যাণ কেন মর্গে’, ‘শিক্ষকদের রোষানলে ,আর না আর না’, ‘শিক্ষক সংকট ,আর না আর না’, আমাদের দাবি আমাদের দাবি , মানতে হবে মানতে হবে’, ‘সেশনজট নিরসন , করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, সেশনজট ও ফলাফল প্রকাশে ধীরগতিসহ বিভিন্ন সমস্যা রয়েছে বিভাগে। বিভাগে বর্তমানে সাতটি ব্যাচের ক্লাস-পরীক্ষা চলমান। মাত্র একটি ক্লাসরুম এবং তিনজন শিক্ষক রয়েছেন। ঠিকমতো ক্লাস-পরীক্ষা হয় না। ফলে দীর্ঘ সেশনজটের কবলে বিভাগটির শিক্ষার্থীরা।

আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ১০ দফা দাবি জানান। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- প্রতিটি কোর্সের নুন্যতম ক্লাস নিতে হবে, তিন মাসের মধ্যে সেমিস্টার সম্পন্ন করতে হবে, পুর্নাঙ্গ  একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে, ক্লাস রুমের ব্যবস্থা করতে হবে, সেমিনার লাইব্রেরী বরাদ্দ দিতে হবে, সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে ইনকোর্স নিয়ে নম্বর প্রকাশ করতে হবে, বর্তমান ট্রেজারারকে বিভাগের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দিতে হবে, বিভাগের অর্থায়নে প্রতি বছর শিক্ষাসফরের ব্যবস্থা করতে হবে, আন্দোলন পরবর্তীতে শিক্ষার্থীদের উপর যেন কোনো প্রভাব না পড়ে তা নিশ্চিত করতে হবে।

পরবর্তীতে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য বিভাগ সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে চলে যান। এ বিষয়ে সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা বলেন, বিভাগ সংস্কারের শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেয়া হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon