শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

তরী বাংলাদেশ এর উদ্যোগে নদী সম্মিলন ২০২৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৫

---

আব্বাস উদ্দিন, জেলা প্রতিনিধি ব্রাহ্মণ বাড়িয়া

ব্রাহ্মণ বাড়ীয়া জেলার প্রণ তিতাস নদীর অববাহিকায় আজ পালিত হলো নদী সম্মিলন। তরী বাংলাদেশ এর উদ্যোগে নদী সম্মিলন -২০২৫ নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলনে, সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম মাহমুদ। আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সাবেক সচিব ও নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের আইনজীবী মাসুদ রানা, বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান খাইরুল এনাম সাংবাদিক হারুন অর রশিদ সহ ব্রাহ্মণ বাড়িয়া জেলার সকল সিনিয়র সাংবাদিক  বৃন্দ। আরো উপস্থিত ছিলাম তরী বাংলাদেশ এর সরাইল উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মাহবুব খান,সদস্য সচিব  সাংবাদিক সাহগীর হোসেন।

ব্রাহ্মণ বাড়িয়া,  সরাইল,বিজয় নগর,কসবা আশুগঞ্জ, নাসির নগর উপজেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে তরী বাংলাদেশের সকল সদস্যবৃন্দ।

বক্তব্যে বক্তারা বলেন তেরোশত নদীর দেশ বাংলাদেশ, এবং আমাদের দেশ নদী মাতৃক দেশ, তাই নদী বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে বাঁচবে আমাদের এই প্রিয় বাংলাদেশ।

সকলেই শপথ করে বলেন দেশের  স্বার্থে আমরা নদী সুরক্ষা করবোই।

সবশেষে আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নদী রক্ষা সম্মিলন শেষ হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon