মো. শামীম হোসাইন, সংবাদদাতা পিরোজপুর জেলা
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অপহরণের পাঁচ দিন পর এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ছাত্রীর মা জানান, গত ৬ জানুয়ারি সকালে মাদরাসায় যাওয়ার সময় একই এলাকার হৃদয় গাজী (২৬) তার মেয়েকে রাস্তা থেকে অপহরণ করে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
শুক্রবার রাতে গোপালগঞ্জে হৃদয়ের খালার বাড়ি থেকে পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধার করার পর স্থানীয়দের মধ্যে মীমাংসা হয়, এবং মেয়ে আপাতত তার পরিবারের কাছে ফিরেছে।
ওসি মারুফ হোসেন জানান, “মাদরাসাছাত্রীটি উদ্ধার হয়েছে এবং মীমাংসার মাধ্যমে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
মন্তব্য