শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

ইবি তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৫

---

শামীমা রহমান,ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে  এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ১৬০ জন শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে তারুণ্যের সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং তারুণ্যের উপদেষ্টা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.  আবদুল গফুর গাজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান,সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠাকাল থেকেই তারুণ্য অসহায় মানুষের পাশে থেকে আসছে। তারুণ্যের এ মহতী উদ্যোগে শুরু থেকে সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে অর্থ সংগ্রহ করেছে। শীতার্ত মানুষদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”।

অধ্যাপক ড. আবদুল গফুর গাজী বলেন, “প্রতিষ্ঠাকাল থেকেই তারুণ্য অসহায় মানুষদের কল্যাণে কাজ করে আসছে।আশা করি,ভবিষ্যতে তারুণ্যের এ ধারা অব্যাহত থাকবে”।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “তরুণ বয়সের ইবাদত সবচেয়ে বেশি কবুল হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে তরুণ বয়সে ভালো কাজে মন দেওয়া অতি উত্তম।দেশ গঠনে তারুণ্যের ভূমিকা অপরিসীম। তারুণ্যের আজকের আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।মাননীয় উপাচার্যের সাথে আলোচনা করে তারুণ্যের সার্বিক সহযোগিতার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিবো ইনশাআল্লাহ”।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon