এ জেড সুজন প্রতিনিধি, লালপুর নাটোর
নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লালপুর - বনপাড়া সড়কের মধুবাড়ি এলাকায় এঘটনা ঘটে। নিহত জহুরুল উপজেলার গৌরিপুর গ্রামের গফুর মৃধার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু জানান, জহুরুল নামে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বনপাড়াগামী ট্রাক ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশেই একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য