শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

ইবির ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সিফাত-শামীম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৫

---

শামীমা রহমান, ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠের প্রাঙ্গণে সংগঠনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শেষে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিন ইয়ামিন সিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শামীম।

অনুষ্ঠানটি সৈয়দ ওসমান বিন হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. নাসির মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুবায়ের আহমেদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: মো. আল আমিন, সহ-সভাপতি: মো. আরিফ জুমান, সাংগঠনিক সম্পাদক: আশরাফুল ইসলাম রাসেল।

নবনির্বাচিত সভাপতি বিন ইয়ামিন সিফাত বলেন, “ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য একটি বড় সুযোগ। আমি দ্বীপজেলা ভোলার শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে এবং তাদের মধ্যে একতা ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে চেষ্টা করব। সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও অর্থবহ করতে শিক্ষা, সংস্কৃতি এবং মানবিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব।”

সাধারণ সম্পাদক মো. শামীম বলেন, “আমাকে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সেক্রেটারি নির্বাচিত করায় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সমিতির সকল সদস্যকে, যারা আমার উপর আস্থা রেখেছেন। আমাদের লক্ষ্য ভোলা জেলা থেকে আগত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং সমিতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।”

প্রসঙ্গত, ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভোলা জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি বৃহত্তম সংগঠন। এটি ভোলা থেকে ইবিতে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ এবং পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে গঠিত হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon