আশিকুর রহমান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ জেলার অধ্যায়নরত শিক্ষার্থীদের একমাত্র সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ, জবি এর আগামী ১ বছরের জন্য নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারিত করা হয়েছে নির্বাচনের মাধ্যমে।এবারই প্রথম গণতান্ত্রিক উপায়ে কমিটি ঘোষণা করেছে সংগঠনটির উপদেষ্টা মন্ডলী।
শনিবার (১১ জানুয়ারি) সংগঠনের সদস্য ও উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে জবিস্থ ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিতদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ৯৮ জন।
আগামী ১ বছরের জন্য এই কমিটিতে সভাপতি হিসেবে ৬৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মোঃ তুষার জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক হিসেবে ৭৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মাহফুজ হোসেন।
এ বিষয়ে নব নির্বাচিত সভাপতি মো. তুষার জোয়ার্দ্দার জানান, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব আনার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক অনন্য নজির সৃষ্টি করেছে।
আমি চাই আমার ব্যাক্তিগত সার্থ, রাজনৈতিক মতাদর্শ, স্বজনপ্রীতি সবকিছুর ঊর্ধ্বে সংগঠনকে প্রাধান্য দিয়ে এক নতুন উদ্যমে কাজ শুরু করতে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত ও ঝিনাইদহ ছাত্রকল্যাণের সার্বিক উন্নয়নই হবে আমার মূখ্য উদ্দেশ্য।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আহমেদ জানানঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি, জবি আমাদের সবার প্রাণের সংগঠন।সর্বদা সকল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবো। ইনশাল্লাহ।বিগত বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে নতুন উদ্যোমে নতুন ভাবে পথ চলতে চাই ।
সংগঠনের উপদেষ্টারা জানান এই সংগঠনে গতিশীলতা বৃদ্ধির জুলাই পরবর্তী সময়ে আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করলাম। এই কমিটি শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে।
মন্তব্য