রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
 

রূপগঞ্জে রাতের আঁধারে সাইনবোর্ড লাগিয়ে শত শত কৃষকের জমি দখলের পায়তারা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৫

---

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ

নারায়ণগঞ্জে রূপগঞ্জে রাতের আঁধারে সাইনবোর্ড লাগিয়ে শত শত কৃষকের জমি দখলের পায়তারা করেছে পূর্বাঞ্চল এসেন্ড টাউন নামক একটি ভূমিদস্য চক্র।

এ চক্রটি এক খন্ড জমি না কিনেও রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের দেলপাড়ার কেরানীগঞ্জ মৌজায় শত শত জমিতে সাইনবোর্ড স্থাপন করেছে বলে জানিয়েছে কৃষকেরা।

স্থানীয় কৃষক মাহবুব আপু জানায়  আমরা পূর্বাঞ্চল এসেন্ড টাউন নামক কোন কোম্পানির কাছে জমি বিক্রি করি নাই। অথচ রাতের  আধারে  শত শত জমিতে সাইনবোর্ড স্থাপন করে  কৃষকের মনে ভীতির সৃষ্টি করেছে ভূমিদস্য চক্রটি।

কৃষক জাকির হোসেন জানায় অন্যের জমিতে রাতের আধারে  সাইনবোর্ড স্থাপন করে ভুয়া মালিক সেজে অনলাইনে  চটকধারী  বিজ্ঞাপনের মাধ্যমে  প্রবাসে থাকা বাঙ্গালীদের কাছে জমি বিক্রি করে প্রতারণা করছে চক্রটি।

জমির মালিক ফিরোজ আহাম্মেদ বলেন দুস্কৃতকারীদের এ কর্মকাণ্ডে  আমরা হতাশা ও দুশ্চিন্তার মধ্যে দিনযাপন করছি। আমরা উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি  কামনা করে বলছি  অনতিবিলম্বে

কেরানীগঞ্জ মৌজায় অভিযান চালিয়ে অন্যায়  ও অবৈধভাবে স্থাপন করা  সকল সাইনবোর্ড উচ্ছেদ করা হোক এবং এ চক্রটিকে চিহ্নিত করে তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

তা না হলে এলাকার শত শত কৃষক ভূমিহীন হয়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এসকল বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এর কাছে জানায় এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি অচিরেই  এই ভুয়া কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বাচল এসেন্ড টাউনের চেয়ারম্যান আসাদ খন্দকারে মুঠ ফোনে একাদিক বার কল করলে ফোন রিসিপ  করেননি  এমন কি চিরকুট পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon