নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠন,সহযোগী সংগঠনের ঢাকায় বসবাসরত নেতাকর্মী ও সর্বসাধারণ নিয়ে রাজধানীর মধ্যবাড্ডার শাহাবুদ্দিন মোড় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬ টায় বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ বাশার এর সভাপতিত্বে ও বরগুনা জেলা সেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক এইচ এম শাহআলম সাগর এর সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বরগুনা জেলা ১ আসনের আগামীর কর্ণধর জনাব ফিরোজ উজ্জামান মামুন মোল্লা। প্রধান অতিথি জনাব মামুন মোল্লা তার বক্তব্যে বলেন, আমি বরগুনা ১ আসনের গণমানুষের পক্ষে সবসময়ই কাজ করে আসছি,ইনশাআল্লাহ যতদিন বেচে থাকবো সর্বসাধারণের জন্য নিজেকে উন্মুক্ত রাখবো। আমাকে দ্বারা মানুষ উপকৃত না হতে পারলে আমার রাজনৈতিক জীবনের কোন স্বার্থকতা থাকবে না।
বরগুনার সকল সাধারণ সকল শ্রেণির মানুষের জন্য আমার দড়জা আমৃত্যু খোলা থাকবে। আপনাদের সকলের বিপদে সবসময়ই ছিলাম আছি ইনশাআল্লাহ যতদিন বেচে থাকবো আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করবো। বিগত আওয়ামী স্বৈরাচার সরকার এর আমলে বরগুনা ১ আসনের কোন উন্নয়ন তো দুরের কথা -বরগুনার মানুষকে জিম্মি করে রাখা হয়েছিলো। আলহামদুলিল্লাহ সেই স্বৈরাচার থেকে আমরা সকলে মুক্তি পেয়েছি। এখনো পুরোপুরি আলো আসেনি আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য লড়াই করতে হবে, যে দেশে সাধারণ গণমানুষের সমান অধিকার থাকবে।
তিনি আরো বলেন, আমাকে যদি বরগুনা ১ আসন থেকে দলীয়ভাবে মনোনীত করা হয়, তাহলে আপনাদের সুখে-দুঃখে ভালোভাবে আপনাদের সাথে থাকতে পারবো। আমি আপনাদেরই মামুন মোল্লা। আমি আপনাদের মতই সাধারণ একজন মানুষ, আমাকে আপনারাই বিএনপির নেতৃত্বে এনেছেন। আমি আপনাদের ভালোবাসা পেয়ে মুগ্ধ।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বরগুনা জেলা শ্রমিক দলর সভাপতি -নাসির মোল্লা, বরগুনা জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবদলের আহবায়ক- এস এম সাইফুল ইসলাম সুমন,বরগুনা জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক -মাঈনুল ইসলাম লিটন ও বরগুনা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব - আব্দুল হক হাওলাদার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- ঢাকা মহানগর উত্তর মৎস জীবী দলের যুগ্ম আহবায়ক - মনিরুল ইসলাম, বরগুনা সদর ৪ নং ইউপি যুবদলের সদস্য সচিব নাসির উদ্দীন মিলন, ৫ নং যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন, বশির উদ্দিন ও আরো অনেক নেতাকর্মী।
পরিশেষে, সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য