মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
বাস মালিক শ্রমিকদের দ্বন্দ্বের জেরে টানা ৪২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কুষ্টিয়া ও রাজবাড়ীর শ্রমিকদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে শনিবার (১১ জানুয়ারি) দুপুর থেকে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। এরপরে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে পুনরায় সোমবার (১৩ জানুয়ারি) ভোর সকাল ৬টা থেকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে বাস চলাচল শুরু করেছে। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বেলাল হোসেন নামে এক যাত্রী বলেন, আমাদের যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে। কুষ্টিয়া থেকে ছোট বাচ্চা নিয়ে দৌলতদিয়া আসলাম অটোরিকশায় করে। সঙ্গে কয়েকটি ব্যাগও আছে। বাস বন্ধ থাকার কারণে খুব কষ্ট হচ্ছে আমাদের। এ ছাড়া আজ ভাড়াও বাড়িয়েছে। এসবের সমাধান হওয়া দরকার।
মোমেনা নামে আরেক যাত্রী বলেন, বাস বন্ধ থাকায় ছোট ছোট গাড়িতে চলাচল করতে দ্বিগুণ ভাড়া লাগছে। আবার সময়ও নষ্ট হচ্ছে। কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে আরেক যাত্রী বলেন, আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয়। আমাদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে এটি মালিক গ্রুপে সমস্যা এর জন্য আমাদের কেন কষ্ট পোড়াতে হবে এর খুব তাড়াতাড়ি যেন একটি সমাধান করে। সরকারের কাছে আমাদের এটাই দাবি।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, শ্রমিক ইউনিয়নে শিক্ষিত-অশিক্ষিত দুই শ্রেণির লোকই আছে। অতি সাধারণ একটা তুচ্ছ ঘটনা নিয়ে সবাই মাতব্বরি দেখানোর চেষ্টা করে। শনিবার কুষ্টিয়া থেকে আগে রাজবাড়ীর শ্রমিকদের মারধর করে এরপর কুষ্টিয়া থেকে ওরা যখন রাজবাড়ী আসে তখন আবার ওদেরকেও মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করেই বাস চলাচল বন্ধ। এ ঘটনায় পরিবহন শ্রমিক নেতারা বিষয়টি সমাধানের চেষ্টা করেছে, তবে সাধারণ শ্রমিকরা শোনেনি।
তিনি আরও বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। সমাধানের পর আজ সোমবার সকাল থেকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে বাস চলাচল স্বাভাবিক আছে।
তবে এ বিষয়টি অবগত নন বলে জানিয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বাস চলাচল বন্ধ কে বলল? বন্ধের কথা আমি জানি না। বিষয়টি আমি দেখছি।
এর আগে, গত শনিবার সকালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী লোকাল রাজমহল বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী অন্য একটি লোকাল বাসের ওভারটেকিং নিয়ে উভয় বাসের শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার পর বাস দুটি রাজবাড়ী মুরগি ফার্ম এলাকায় পৌঁছলে রাজবাড়ী জেলার বাস শ্রমিকদের একটি গ্রুপ কুষ্টিয়াগামী লোকাল বাসের শ্রমিকদের মারধর করেন। এর জের ধরে দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ ছিল।
মন্তব্য