মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
 

দাবি মেনে নেওয়ার লিখিত অঙ্গিকার দিলে অনশন ভাঙবে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৫

---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি

শিক্ষার্থীদের তিনটি দাবি মেনে নেওয়া হবে এ মর্মে শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গিকার দিলে অনশন ভাঙবেন শিক্ষার্থীরা। আগামী এক ঘন্টার মধ্যে এ অঙ্গিকার মন্ত্রণালয় থেকে আসতে হবে। অন্যত্থায় সচিবালয়মুখী পদযাত্রা শুরু করবেন শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা তিনটার দিকে সংবাদ সম্মেলনে অনশনকারী সকল শিক্ষার্থীদের পক্ষে এমনটাই ঘোষণা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী ও জাস্টিস ফর জুলাইয়ের আহ্বায়ক সজিবুর রহমান।

তিনি আরো বলেন, মন্ত্রণালয় থেকে চিঠি না আসা পর্যন্ত আমাদের অনশন চলতে থাকবে। এ ছাড়া আগামী বুধবার মিটিংয়ে আমাদের তিনটি দাবি না মানা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাট ডাউন থাকবে।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব বলেন,  আগামী বুধবার বৈঠকে সেনাবাহিনী প্রকৌশলী ইউনিট, শিক্ষা মন্ত্রনালয়, ইউজিসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বসার জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে। সেখানে আমাদের তিনটি দাবি মেনে নেওয়া হবে বলে অঙ্গিকার দিয়ে লিখিত দিতে হবে।

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করা; সকল প্রকার প্রতিবন্ধকতা ব্যতিরেকে কার্য সম্পাদনের দায় নিয়ে বানী ভবন ও হাবিবুর রহমান ভীনের স্টিল বেইজড ভবনে নির্মাণ অনুমোদন ও করা বাজেট পাশ করতে হবে। ২০২৫-২৬ অর্থবছর আসার পূর্বেই জরুরী ভিত্তিতে ৭০% শিক্ষার্থীদের আবাসন ভাতা আগামী ফেব্রুয়ারী ২০২৫ থেকেই প্রদানে ঘোষণা দিতে হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon